‘বড়লোকের বেটি লো’র স্রষ্টা রতন কাহার পদ্ম সম্মানে ভূষিত
রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ ১২:৫৫ পিএম | আপডেট: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ ১২:৫৫ পিএম
‘বড়লোকের বেটি লো’ খ্যাত লোকশিল্পী রতন কাহার ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পদ্ম-সম্মানের তিন ক্যাটাগরি পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী খেতাব প্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকার।
রতন কাহার সবসময়ই প্রচারের আলোর বাইরে ছিলেন। যদিও তার সৃষ্টি ‘বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল’ গানটি শোনেননি বাংলায় এমন মানুষ পাওয়া কঠিন। মূলত শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠেই জনপ্রিয় হয় এই গান। পরে ২০২০ সালে জনপ্রিয় র্যাপার বাদশা এ গানের কিছু অংশ গাইলে পুনরায় আলোচনায় আসে। তবে এই গানের মূল স্রষ্টা রতন কাহার। অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন রতন কাহার।
ভাদু গান গেয়েই পথচলা শুরু রতন কাহারের। ১৯৭২ সালে তার গান প্রথম রেকর্ড হয় রেডিওতে। জানা যায়, পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৭৭ টাকা। টুসু, ঝুমুর এবং আলকাব গানে সিদ্ধহস্ত রতন কাহার এ পর্যন্ত ২৫০ গানটি লিখেছেন। প্রায় সব গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে তার লেখা অন্যতম জনপ্রিয় গান ‘বড়লোকের বেটি লো’।
আরও পড়ুন
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
- হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান
- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
- হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান
- নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী নোবেল গ্রেপ্তার
- হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে আটকের আবেদন